👉 ৭ দিনের এই ট্যুরে আমার মোট খরচ হয়েছিলো ১০ হাজার টাকা। প্রতিদিনের ভিডিওতে আমি প্রতিদিনের হিসাব individually দিয়ে দিবো তাই ভিডিও সম্পূর্ণ দেখলে উপকৃত হবেন আশা করি। ✅
Day 1 link 👉
Day 2 link 👉
Day 3 link 👉
👉 Day 4 - সকালে ঘুম থেকে উঠে দেখি তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি!! জীবনে প্রথমবারের মতো মাইনাস তাপমাত্রার মজা বুঝছিলাম! :p যাই হোক এক গাদা কাপড় পরে চলে যাই নাস্তা করতে যেটা আমাদের নর্থ সিক্কিম এর প্যাকেজের মধ্যে included ছিল। তারপর নাস্তা করে বেরিয়ে পরি Yumthang Valley তে যাওয়ার জন্য। রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই। জীবনে দেখা সেরা একটা জায়গা ছিল এটা। বরফ আর প্রকৃতির মিশ্রণ এত সুন্দর হতে পারে!! বেশ কিছু সময় এখানে কাটিয়ে আমরা চলে যাই আবার লাচুং এর হোটেলে। সেখানে যেয়ে আমাদের প্যাকেজে include করা দুপুরের খাবার খেয়ে নেই এবং ১১.৩০ এর মধ্যে বেরিয়ে পরি গ্যাংটকে ফেরত যাওয়ার জন্য! যাওয়ার পথে বেশ কিছু ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে ছবি তুলি এবং সন্ধ্যা হওয়ার আগেই গ্যাংটকে এসে পৌঁছাই!
গ্যাংটকে এসে আমরা আমাদের আগেই সেই হোটেলেই উঠি যেটা আমরা যাওয়ার দিন এডভান্স বুকিং দিয়ে গিয়েছিলাম। একই রুম এবং একই ভাড়া (১৫০০ রুপি এক রাতের জন্য)। হোটেলে চেকইন করে ফ্রেস হয়ে বেরিয়ে পরি রাতের খাবার খাওয়ার জন্য। Street food খাওয়ার ইচ্ছা থাকলেও হঠাৎ বার্গার খাওয়ার craving উঠে তাই গুগলে সার্চ করে চলে যাই বিখ্যাত চেইনশপ “জেনুইন ব্রস্টার চিকেন” এ। সেখানে মাত্র ১০৯ রুপি দিয়ে অনেক জোস একটা বার্গার খেয়ে নেই । তারপর রাতে এমজিমার্গ এ ঘুরাঘুরি করে হোটেলে এসে ঘুমিয়ে পরি।
🔥 Important informations -
✅ Driver Purna Contact no +918670814006
✅ Sunflower Travels- 97333-11217
✅ Lachung Hotel Location -
✅ Genuine Broaster Chicken -
✅ Gangtok Hotel Location -
👉For any kind of inquiry regarding my tour,you can contact me through facebook -
🔥 Get connected with me on Instagram -
✅ Make Sure you subscribe to my channel & press the bell icon to get the notifications of my New videos 🔥
👉 Watch my Meghalaya Travel Series -
0 Comments