এই কোর্সটি মূলত সাজানো হয়েছে PHP Unit Testing Framework নিয়ে । PHP নিয়ে কাজ সুরু করেছেন এমন যে কেউ এই কোর্সটি অনুসরন করে PHP Testing এ দক্ষতা অর্জন করতে পারবেন । এই কোর্সটিতে আলাদা আলাদা ভাবে WINDOWS, MAC এবং LINUX এর জন্য PHP installation এবং COMPOSER installation দেখানো হয়েছে ।
আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানান । আপনাদের সব প্রশ্নের এক এক করে উত্তর দেয়া হবে।
আপনাদের এই ভিডিওটি যদি ভাল লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেল টি SUBSCRIBE করুন এবং নিয়মিত আপডেট এর জন্য বেল আইকন এ ক্লিক করুন ।

0 Comments